নীল আকাশের বিশাল গম্বুজ। তার নিচে সূর্যের আলো ঝরে পড়ছে। দেখে মনে হবে যেন গলিত সোনার ধারা। সকালের বাতাসে শিশিরের গন্ধ মাখা। দূরের জঙ্গলে কোকিল কুহু ডাকছে আর তৃণভূমির ওপর খেলা করছে সোনালি আলো। সেই আলোয় ডানা মেলে উড়ছে এক পাখি। ছোট্ট অথচ সাহসী। বাতাসের বুকে ডানা মেলতে মেলতে সে অনুভব করছে মুক্তির স্বাদ। যেন পৃথিবীর কোনো শক্তি তাকে আটকে রাখতে পারবে না। উড়তে উড়তে তার চোখে প্রথম ধরা দিলো পাহাড়। বিশাল, অটল, যেন অনন্ত সময়ের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে পৃথিবীর বুকের ওপর। পাখি বিস্ময়ে তাকালো, বিস্ময়ের সঙ্গে বুকের ভেতর কিছু একটা জেঁকে বসলো। মনে হলো, ‘আমি তো এর থেকেও শক্তিশালী। পাহাড় দাঁড়িয়ে আছে স্থির হয়ে, আর আমি তো এর মাথার ওপর দিয়ে উড়ে যাচ্ছি। পাহাড় যতই উঁচু হোক, আমার...