পুঁজিবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি হামিদ ফেব্রিক্স পিএলসির পরিচালনা পর্ষদ উৎপাদন কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে। কয়েক বছর ধরে অপর্যাপ্ত গ্যাস সরবরাহের কারণে তাদের উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হওয়ায় পরিচালনা পর্ষদ সোমবার (২২ সেপ্টেম্বর) থেকে উৎপাদন বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।আরো পড়ুন:উৎপাদন বন্ধ থাকা ৩০ কোম্পানির তালিকা প্রকাশ করল ডিএসইবার্ষিক প্রতিবেদন দাখিলে দেরি, ফারইস্ট ফাইন্যান্সকে সতর্কবার্তা উৎপাদন বন্ধ থাকা ৩০ কোম্পানির তালিকা প্রকাশ করল ডিএসই বার্ষিক প্রতিবেদন দাখিলে দেরি, ফারইস্ট ফাইন্যান্সকে সতর্কবার্তা হামিদ ফেব্রিক্স কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২২ সেপ্টেম্বর থেকে তাদের উৎপাদন কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। দুই হিসাববছর ধরে অপর্যাপ্ত গ্যাস সরবরাহের কারণে উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে সিএনজি ও এলএনজি ব্যবহার করেও কোনো...