সিরিয়ায় পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৫ অক্টোবর। রোববার দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সানার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, নতুন পার্লামেন্টের মূল কাজ হবে সিরিয়ার কয়েক দশকের রাষ্ট্রনিয়ন্ত্রিত অর্থনৈতিক নীতি সংস্কার উপযোগী আইন প্রণয়ন করা। এ ছাড়া এমন কিছু চুক্তির অনুমোদন দেওয়া, যাতে করে পররাষ্ট্রনীতিকে নতুন করে সাজানো যায়। প্রায় ১৪ বছরের গৃহযুদ্ধের পর গত বছর ডিসেম্বরে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করা হয়। এরপর গঠন করা হয় অন্তর্বর্তী সরকার। সিরিয়ায় ২১০টি আসনে ভোট হবে। বাকি এক-তৃতীয়াংশ আসনে প্রেসিডেন্ট আল-শারা সরাসরি পার্লামেন্ট সদস্য নিয়োগ দেবেন। সব নির্বাচনী এলাকায় একযোগে ভোট অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। নির্বাচন কমিশনের আগের তথ্য অনুযায়ী, চলতি মাসেই পার্লামেন্ট...