কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোক প্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমাইয়া আফরিন ও তার মায়ের নৃশংস হত্যার বিচারের দাবিতে মোমবাতি প্রজ্জ্বলন করেছে শিক্ষার্থীরা। কুমিল্লা কান্দিরপাড়ের টাউন হলে সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে এই কর্মসূচি পালন করেন তারা। কর্মসূচিতে অংশ নিয়ে সুমাইয়ার ছোট ভাই সাইফুল ইসলাম বলেন, আমার মা আর বোনকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। ১৫ দিনেরও বেশি সময় পার হয়ে গেলেও কেন আলামত জনসম্মুখে আনা হলো না। ময়নাতদন্ত প্রতিবেদন দেওয়া হলো না সেটা আমি আপনাদের মাধ্যমে প্রশাসনকে বলতে চাই। ২০২৩ সালে এই আসামি একই অপরাধ করেছে।ওই মামলায় সে ওয়ারেন্টভুক্ত আসামি। তাহলে সে কিভাবে আইনের আওতায়...