মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে শ্রীনিধী রেলস্টেশনের পশ্চিম পাশে চান্দেরকান্দি এলাকার রেললাইনের ধারে মরদেহটি উদ্ধার করা হয়। রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, সকালে স্থানীয় বাসিন্দা ও রেলকর্মীরা রেললাইনের মাঝখানে এক কিশোরের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে নরসিংদী রেলওয়ে ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম বলেন, সকাল ৯টার দিকে আমরা খবর পাই যে শ্রীনিধী রেলস্টেশন এলাকায় একটি মরদেহ পড়ে আছে। ঘটনাস্থলে গিয়ে দেখি আনুমানিক ১৬ বছর বয়সী এক কিশোরের মরদেহ পড়ে আছে। স্থানীয়রা কেউ তার পরিচয়...