পাকিস্তানি ওপেনার সাহিবজাদা ফারহান ভারতের বিরুদ্ধে অর্ধশতক করার পর বিশেষভাবে উদযাপন করেছেন। যা নিয়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে ভারতে। এ ঘটনা নিয়ে তিনি বলেছেন, আমি সাধারণত অর্ধশতক করার পর খুব বেশি উদযাপন করি না, কিন্তু ভারতের বিরুদ্ধে যখন আমি অর্ধশতক করলাম, তখন এমন উদযাপন করার ইচ্ছে হল। দুবাইয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফারহান বলেন, আমি যখন ভারতের বিরুদ্ধে অর্ধশতক করি, তখন সঙ্গে সঙ্গে উদযাপন করার কথা ভাবি। মানুষ হয়তো জানে না আমার উদযাপনের মানে কী, এটা গুরুত্বপূর্ণও নয়। ফারহান তার ওপেনিং পার্টনার ফখর জামানের প্রশংসা করে বলেছেন, তার সঙ্গে ব্যাটিংয়ে করা খুবই মজার ছিল। আমি ছয় মারার জন্য কঠোর পরিশ্রম করেছি এবং ইনশাআল্লাহ, শ্রীলংকার সঙ্গে ম্যাচটি আমরা জিতব।ঙ্গামরা সবাই আগামী ম্যাচের জন্য আত্মবিশ্বাসী।আরও পড়ুনআরও পড়ুনশ্রীলঙ্কা ম্যাচের আগে পাকিস্তানের সামনে যে সমীকরণ...