ঢাকা: এলিজাবেথীয় যুগে মঞ্চে খারাপ অভিনয়ের প্রতিবাদে দর্শকরা পচা ডিম ছুঁড়তেন—একটি ঐতিহ্যবাহী ব্রিটিশ প্রতিবাদের ধরন, যা আজকের রাজনৈতিক নাট্যমঞ্চেও বেশ মানিয়ে যায়। ছোট, বহুমুখী আর ভেতরে পচা থাকার সম্ভাবনাসম্পন্ন এই ডিম, টাটকা, অর্গানিক কিংবা ফ্রি-রেঞ্জ হলেও, একজন রাজনীতিকের গাম্ভীর্য ভাঙার ক্ষেত্রে এর জুড়ি নেই।একটি ডিম যখন ভেঙে কোট বেয়ে গড়িয়ে পড়ে বা চুলের ফাঁকে খোসার টুকরো আটকে থাকে, তখন এর প্রতিবাদী তাৎপর্য আরও প্রবল হয়ে ওঠে। আর এসব ডিম যদি ভাঙে না কোনো রেট্রো বেকিং বাটিতে, বরং ছোড়া হয় ম্যানচেস্টারে টোরি পার্টি কনফারেন্সের প্রতিনিধিদের দিকে—তবে বুঝতে হবে, এটি কঠোরতার বিরুদ্ধে সাধারণ মানুষের বিনয়ী কিন্তু শক্তিশালী প্রতিবাদ।আর হ্যাঁ, আমরা আসলেই বলছি সেই সাধারণ, নিরীহ ডিমটির কথাই।পচনশীল খাবার ছুঁড়ে প্রতিবাদ করার ইতিহাস দীর্ঘ এবং প্রায়ই গৌরবজনক। ৬৩ খ্রিস্টাব্দে রোমান গভর্নর ভেসপাসিয়ানকে শাস্তিমূলক...