২৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:২১ পিএম | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:২১ পিএম ‘প্রিয় মালতী’ দিয়ে প্রথমবার প্রেক্ষাগৃহ জয় করলেও বড়পর্দায় মেহজাবীন চৌধুরীর অভিষেক ‘সাবা’র মাধ্যমে। আন্তর্জাতিক অঙ্গন জয় করে এবার হলে আসছে সিনেমাটি। পূজা উপলক্ষে ২৬ সেপ্টেম্বর দেশের থিয়েটারে মুক্তি পাবে ‘সাবা’। গতকাল রোববার সামাজিক মাধ্যমে প্রকাশ পেয়েছে সাবার ট্রেলার। দেড় মিনিটের সে ট্রেলারে শুরুতে মা-মেয়ের খুনসুটি দেখালেও পরে হাহাকারের গল্প বলেছেন পরিচালক। যেখানে উঠে এসেছে অসুস্থ মাকে নিয়ে মেয়ের সংগ্রামের গল্প। এরমধ্যে আগমন প্রতিবেশী অঙ্কুরের। ট্রেলারে অল্প সময়ে মা-মেয়ের সংগ্রামের আঁচ ভালোভাবেই দিয়েছেন পরিচালক। অভিনয়ে বেশ সাবলীল ছিলেন মেহজাবীন। চেহারায় আনন্দ বেদনার অভিব্যক্তিগুলো জীবন্ত করে তুলেছেন। যা মুগ্ধ করেছে নেটিজেনদের। মন্তব্যের ঘরে কেউ লিখেছেন, ‘২২ বছর আগে মাকে হারানোর সেই দিনগুলোর কথা মনে পড়ল।’ অন্য একজন লেখেন, ‘একটি ভালো...