২৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৩ পিএম | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৪ পিএম ডাকসু, জাকসু'র পর এবার ইসলামী বিশ্ববিদ্যালয়েও (ইবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ইকসু) ও হল সংসদ গঠনের দাবি জোরদার হয়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠন এক হয়ে “ইকসু গঠন আন্দোলন কমিটি” গঠন করে আন্দোলন শুরু করে। এর প্রেক্ষিতে গত ২৭ আগস্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইকসুর গঠনতন্ত্র প্রণয়নের জন্য ১১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করে দ্রুত খসড়া জমা দেওয়ার নির্দেশ দেয়। তবে সাধারণ শিক্ষার্থীদের দাবি—ইকসুর গঠনতন্ত্র প্রণয়ন ও নির্বাচন প্রক্রিয়ায় শুধু নিয়মিত শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করতে হবে। এই দাবির অংশ হিসেবে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সাত দফা প্রস্তাবনা সম্বলিত একটি স্মারকলিপি বিশ্ববিদ্যালয়ের ভিসির কাছে জমা দিয়েছে তারা। এসময় সাধারণ শিক্ষার্থীরা পক্ষে উপস্থিত ছিলেন সাইফুল্লাহ আল মামুন, তৌফিক, ফজলে রাব্বি, শাহরিয়ার রশিদ প্রমুখ। তাদের দাবিগুলো হলো—অছাত্র...