২৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৬ পিএম | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৬ পিএম কুষ্টিয়ার জেলা প্রশাসক (ডিসি) আবু হাসনাত মোহাম্মদ আরেফীন কলকাতার শান্তিনিকেতন থেকে ফকির লালন সাঁইয়ের ৩১৪ গানের মূল পাণ্ডুলিপি ফেরত আনার দাবি জানিয়েছেন। এ বিষয়ে তিনি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিবের কাছে লিখিত আবেদন করেছেন। সোমবার (২২ সেপ্টেম্বর) আবেদনটি পাঠানো হয়। প্রায় ১৩৫ বছর আগে শিলাইদহের জমিদার রবীন্দ্রনাথ ঠাকুর কুষ্টিয়ার ছেউড়িয়ার লালন আশ্রম থেকে গানের ওই পাণ্ডুলিপি কলকাতায় নিয়ে যান। বর্তমানে তা শান্তিনিকেতনে সংরক্ষিত আছে। যদিও একটি অনুলিপি কুষ্টিয়ায় পাঠানো হয়েছিল, কিন্তু মূল পাণ্ডুলিপি এখনও ফেরত আসেনি। ডিসি জানান, ফকির লালন সাঁইয়ের ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় বিষয়টি আলোচনায় এসেছে। তিনি বলেন, “আমরা সর্বোচ্চ চেষ্টা করছি কলকাতা থেকে মূল পাণ্ডুলিপি ফিরিয়ে আনার। দ্রুতই কুষ্টিয়ার ছেউড়িয়ার লালন একাডেমীতে সংরক্ষণ...