ঢাকা: যুক্তরাজ্যে সক্রিয় দেড় শতাধিক আইনি, মানবাধিকার, শরণার্থী এবং পরিবেশবিষয়ক সংস্থা এক যৌথ বিবৃতিতে অভিযোগ করেছে, তাদের ‘চুপ করিয়ে দেয়ার’ জন্য ক্রমাগত চাপ দেয়া হচ্ছে। সংস্থাগুলোর দাবি, ডানপন্থি ও অভিবাসনবিরোধী বিক্ষোভকারীদের পক্ষ থেকে কিছু সংস্থা ও ব্যক্তিকে ধর্ষণ ও হত্যার হুমকি পর্যন্ত দেয়া হয়েছে।লেবার পার্টি সরকারের বিতর্কিত ‘ওয়ান ইন, ওয়ান আউট’ চুক্তির আওতায় ফ্রান্সে আশ্রয়প্রার্থীদের ফেরত পাঠানোর কাজে সহায়তাকারী দুটি এনজিও, নিরাপত্তা শঙ্কার কারণে তাদের অফিস বন্ধ করতে বাধ্য হয়েছে।এই বিবৃতিতে স্বাক্ষর করেছেন লিবার্টি, গ্রিনপিস, কেয়ার ফর কালে, বেইল ফর ইমিগ্রেশন ডিটেইনিজ, চুজ লাভ, রানিমিড ট্রাস্ট, ফ্রিডম ফ্রম টর্চারসহ অসংখ্য মানবাধিকার সংস্থা এবং বহু কেসি (কিংস কাউন্সেল)। তারা জানিয়েছেন, ক্রমবর্ধমান হুমকির প্রতিবাদে ও সংহতি প্রকাশে তারা একত্রিত হয়েছেন।সংবাদমাধ্যম ও সামাজিকমাধ্যমে অভিবাসীদের নিয়ে নেতিবাচক প্রচার এই পরিস্থিতিকে আরো উসকে দিচ্ছে বলেও...