পুরো আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) ওপর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলের যুদ্ধাপরাধ তদন্তের জেরে শিগগিরই এই পদক্ষেপ নিতে চলেছে দেশটি। এতে আদালতের দৈনন্দিন কার্যক্রম স্থবির হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। বার্তাসংস্থাটি বলছে, ইসরায়েলের যুদ্ধাপরাধ তদন্তের প্রতিশোধ হিসেবে পুরো আন্তর্জাতিক অপরাধ আদালতকে (আইসিসি) লক্ষ্য করে শিগগিরই নিষেধাজ্ঞা আরোপ করতে পারে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন আগে থেকেই কয়েকজন আইসিসির বিচারক ও প্রসিকিউটরের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। তবে এবার আদালতকেই লক্ষ্যবস্তুতে পরিণত করা হলে তা হবে বড় ধরনের নাটকীয় ঘটনা। এ বিষয়ে অবগত ছয়টি সূত্র জানিয়েছে, “এনটিটি স্যাংশন” বা পুরো প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞার সিদ্ধান্ত খুব শিগগিরই ঘোষণা করা হতে পারে। আদালত ইতোমধ্যেই সম্ভাব্য প্রভাব মোকাবিলায় জরুরি বৈঠক করেছে। কূটনৈতিক মহলেও আলোচনার খবর পাওয়া গেছে।...