কানাডার ক্যালগেরি বঙ্গীয় পরিষদের আয়োজনে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে নিজস্ব উপাসনা গৃহের মিলনায়তনে ‘মহালয়া’র পুণ্যলগ্নে প্রায় দুই’শ দর্শকের উপস্থিতিতে পরিবেশিত হলো সোয়া এক ঘন্টার গীতি-নৃত্য-আলেখ্য ‘তমসো মা জ্যোতির্গময়’। গ্রন্থনা করেছেন অধ্যাপক শেখর সান্যাল। উপস্থাপনায় মহুয়া চ্যাটার্জী ও সৌভিক মহান্ত। স্তোত্র ও চণ্ডীপাঠ শেখর সান্যাল ও কিরীটি রায়। সংগীত পরিচালনা ড. রীতা কর্মকার। সঙ্গতে সঞ্জয় মল্লিক ও মন্দিরায় অজিত মুহুরী। শঙ্খে মৌসুমী ব্যানার্জী। নৃত্যে প্রকৃতি দত্ত, প্রার্থনা দত্ত, জয়তী সিকদার, আর্যা তালুকদার, বৃন্দা দে ও সেরা বণিক। নান্দনিক মঞ্চসজ্জার রূপকার নীলাঞ্জনা রায়। খোকন দেবনাথের নেতৃত্বে তীর্থদীপ সান্যাল ও আদিত্যের সুনিপুণ শব্দনিয়ন্ত্রণ সম্পূর্ণ অনুষ্ঠানকে সুখশ্রাব্য করেছে। সংগীতে অংশ নিয়েছেন রীতা কর্মকার, করবী রায়, মৌসুমী ব্যানার্জী, নীলাঞ্জনা রায়, শাপলা রায়, মাধবী রায়, সুবর্ণশ্রী ঘোষ দত্ত, সুপ্রিয়া দে, রূম্পা সেনগুপ্তা, অপর্ণা দাস, গার্গী রায়,...