ভারতের সাবেক ক্রিকেটার ও দিল্লির সাবেক অধিনায়ক মিঠুন মানহাস হতে যাচ্ছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নতুন সভাপতি। আগামী ২৮ সেপ্টেম্বর বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন বলে ভারতের শীর্ষ গণমাধ্যমগুলো জানিয়েছে। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে উঠে এসেছে, বোর্ডের এক উচ্চপর্যায়ের বৈঠকে মানহাসকে সভাপতি করার সিদ্ধান্ত নেওয়া হয়। সুপ্রিম কোর্ট নিয়োগপ্রাপ্ত লোধা কমিটির সুপারিশ অনুযায়ী বোর্ড চেয়েছিল একজন সাবেক ক্রিকেটারকে এই পদে বসাতে। প্রথমে আলোচনায় ছিলেন সৌরভ গাঙ্গুলি, রঘুরাম ভাট ও হরভজন সিং। তবে শেষ পর্যন্ত বোর্ডের সচিব দেবজিত সাইকিয়া দৃঢ়ভাবে মানহাসের পক্ষে অবস্থান নেন। বিসিসিআইয়ের ইতিহাসে প্রথম জাতীয় দলে না খেলা ক্রিকেটার হিসেবে বিসিসিআই সভাপতি হতে যাচ্ছেন মানহাস। বোর্ডের সূত্র টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছে, ‘এটি একেবারেই সহজ সিদ্ধান্ত ছিল না। মানহাসকে নিয়ে সব ধরনের টেকনিক্যাল বিষয়...