আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিএনপির প্রার্থীতালিকা নিয়ে নানা গুঞ্জন ছড়ালেও দলটি স্পষ্ট জানিয়ে দিয়েছে-এখনও কাউকে ‘সবুজ সংকেত’ দেওয়া হয়নি। বরং বিভ্রান্তি সৃষ্টিকারী এসব খবরকে সম্পূর্ণ মনগড়া ও উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করেছে তারা। মঙ্গলবার সকালে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, বিএনপি তাদের প্রার্থী মনোনয়ন গঠনতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমেই ঠিক করে। তাই যেকোনও সংবাদমাধ্যমে প্রকাশিত কথিত তালিকা বা অনুমানভিত্তিক তথ্যকে গুরুত্ব না দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। রিজভী বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী মনোনয়নের দায়িত্ব পার্লামেন্টারি বোর্ডের। তফসিল ঘোষণার পরেই দলের সিদ্ধান্ত চূড়ান্ত হবে। এর আগে কোনও প্রার্থীকেই গ্রিন সিগন্যাল দেওয়া হয়নি।’ তিনি অভিযোগ করেন, একটি কুচক্রী মহল বিএনপিতে বিভেদ সৃষ্টির ষড়যন্ত্রে নেমেছে। তারা বিভিন্ন গণমাধ্যম ও সোশ্যাল...