এশিয়া কাপে পাকিস্তান-ভারতের ম্যাচ বেশ কিছু বিতর্কই উপহার দিয়েছে। এবার ফুটবল মাঠেও দুই দল মুখোমুখি হলো। এবার এই ম্যাচও দিয়েছে বিতর্কের রসদ। ম্যাচে ভারত জিতেছে ৩-২ গোলে। তবে ম্যাচের চেয়ে বেশি আলোচনায় উঠে এসেছে পাকিস্তানি খেলোয়াড়ের অদ্ভুত এক উদযাপন। ৩১ মিনিটে গোল করে ভারতকে এগিয়ে দেন দাল্লুমুয়ান গাংতে। বিরতির আগে পেনাল্টি থেকে গোল করে পাকিস্তানকে সমতায় ফেরান মুহাম্মদ আবদুল্লাহ। এরপরই ঘটে ঘটনাটা। গোল করার পর তিনি কর্নারের দিকে দৌড়ে গিয়ে মাটিতে বসে চা খাওয়ার ভঙ্গি করেন। মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর উঠে দাঁড়িয়ে তিনি হাত দিয়ে বিমানের ভেঙে পড়ার ভঙ্গি দেখান। এই উদযাপন অনেককে মনে করিয়ে দিয়েছে পুরনো ঘটনাকে। ২০১৯ সালে জঙ্গি হামলায় ৪০ ভারতীয় সেনা নিহত হওয়ার পর ভারত বালাকোটে পাল্টা হামলা চালায়। সে সময় পাকিস্তানের হাতে...