শোবিজে শুরুটা হয়েছিল ক্যামেরার পেছনে কাজের স্বপ্ন নিয়ে। কাজল আরেফিন অমির সহকারী হিসেবে পথচলা শুরু করেছিলেন শিমুল শর্মা। তবে জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর কল্যাণে তিনি এখন পরিচিত মুখ। সিরিজটির পঞ্চম সিজনেও তার উপস্থিতি দর্শকদের বিনোদন দিয়েছে। কিন্তু হঠাৎ গুঞ্জন উঠেছে ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে আর দেখা যাবে না শিমুলকে! কদিন আগে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনেও ছিলেন না তিনি। এমনকি নতুন পোস্টারেও নেই শিমুলের ছবি। এ প্রসঙ্গে শিমুল বলেন, ‘গল্পের প্রয়োজনে আমাকে রাখা হয়েছিল। যেহেতু কাবিলা ভাইয়ের আম্মা অসুস্থ। তাই গল্প অনুযায়ী আমাকে নোয়াখালী যেতে হচ্ছে। তবে আবারও প্রয়োজন হলে ফিরব ‘ব্যাচেলর পয়েন্ট’-এ।’ তিনি আরও জানান, ‘আমি নিজেকে সবসময় অমি ভাইয়ের টিমের মানুষ মনে করি। এখন ব্যক্তিগতভাবে নিজেকে সময় দিচ্ছি। মূলত নির্মাতা হওয়ার স্বপ্ন নিয়েই শোবিজে এসেছি। কয়েকটি জায়গায় কথা হয়েছে। এরমধ্যে একটি...