২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৯ পিএম | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৬ পিএম জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আহত ফায়ার সার্ভিস কর্মীদের খোঁজ নেওয়ার পর গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টাটঙ্গীর কেমিক্যাল গুদামে অগ্নিকাণ্ডে দগ্ধ ফায়ার সার্ভিস কর্মীদের দেখতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় তিনি আহত ফায়ার সার্ভিস কর্মীদের জন্য সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে আহতদের দেখতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তা ও চিকিৎসকরা। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আহত ফায়ার সার্ভিস কর্মীদের সার্বিক সহযোগিতা করা হবে। তিনি বলেন, আপনারা জানেন গতকাল (সোমবার) একটি বড় দুর্ঘটনা ঘটেছে। সেখানে আমাদের চারজন...