২৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৭ পিএম | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৭ পিএম টাংগাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৪ সালের জুলাই-আগস্ট আন্দোলনে বিরোধীতাকারী শিক্ষক-কর্মকর্তা ও রেজিস্ট্রারের বিচারের দাবিতে রেজিস্ট্রারকে বের করে দিয়ে রেজিস্ট্রার অফিসে তালা লাগিয়ে দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১২টায় জুলাই-আগস্ট আন্দোলনের বিরোধীতাকারী শিক্ষক-কর্মকর্তা এবং রেজিস্ট্রারের বিচারের দাবিতে রেজিস্ট্রারকে বের করে দিয়ে রেজিস্ট্রার অফিসে তালা ঝুলিয়ে দিয়েছে মাভাবিপ্রবি শিক্ষার্থীরা। পরবর্তীতে তারা ভাইস-চ্যান্সেলর বরাবর ২টি দফা পেশ করে আল্টিমেটাম দিয়ে আসেন। ১.জুলাই-আগস্ট আন্দোলনের বিরোধীতাকারী শিক্ষক-কর্মকর্তাসহ রেজিস্ট্রারের বিচারের জন্য কমিটি গঠন না করা পর্যন্ত তালা খুলবে না শিক্ষার্থীরা। তবে শিক্ষার্থীদের রেজিস্ট্রার অফিস সংক্রান্ত সকল কার্যক্রম চলবে। ২. বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালের মধ্যে কেন্দ্রীয় ছাত্র সংসদ 'মাকসু' গঠনের রোডম্যাপ ঘোষণা করা না হলে শিক্ষার্থী বাস ও অ্যাম্বুলেন্স ছাড়া...