ভয়াবহ বন্যার পর এবার কলেরার ঝুঁকিতে পড়েছে পাকিস্তান। বন্যার কারণে দেশটির স্বাস্থ্য পরিস্থিতি চরম ঝুঁকিতে পড়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা না নিলে দেশটিতে কলেরাসহ পানিবাহিত রোগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, জুনের শেষ থেকে অতিরিক্ত বর্ষা ও ভূমিধসে ৬০ লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। পাকিস্তানের ন্যাশনাল ডিজেস্টার ম্যানেজমেন্ট অথরিটির হিসাব অনুযায়ী, এ পর্যন্ত এক হাজারের বেশি মানুষ মারা গেছে। এছাড়া ধ্বংস হয়েছে আরও ১২ হাজার ৫০০টির বেশি বাড়ি এবং সাড়ে ৬ হাজার গবাদি পশু মারা গেছে। এর পাশাপাশি কৃষিজমিরও ব্যাপক ক্ষতি হয়েছে। বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ২০ লাখ ছাড়িয়েছে। স্বাস্থ্য কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, এসব এলাকায় কলেরাসহ অন্যান্য পানিবাহিত রোগের ঝুঁকি অনেক বেশি। সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডা. শোভা লুক্সমি বলেন, পরিষ্কার পানি, স্বাস্থ্যবিধি ও পুষ্টি...