সোমবার (২২ সেপ্টেম্বর) রাত আড়াইটার সময় বিশ্ববিদ্যালয় প্রশাসন এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দিয়েছে। হাবিপ্রবি ট্রেজারার প্রফেসর ড. মো. আবু হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করে বলা হয়েছে, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী ছাত্র সংসদ সংক্রান্ত সংবিধি মহামান্য চ্যান্সেলর কর্তৃক অনুমোদন সাপেক্ষে আগামী ৬ নভেম্বর, ২০২৫ তারিখের মধ্যে এ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠানের যাবতীয় ব্যবস্থা কর্তৃপক্ষ গ্রহণ করবে। সোমবার বিকেলে শিক্ষার্থীদের সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং আগামী বুধবার (২৪ সেপ্টেম্বর) আলোচনা সভার জন্য হাবিপ্রবি ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. মো. এস এম এমদাদুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেই বিজ্ঞপ্তিতে উল্লেখ করে বলা হয়, ‘HUCSTU’ নীতিমালা প্রণয়ন উপলক্ষ্যে অত্র বিশ্ববিদ্যালয়ের সকল...