যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপের ঘটনাকে কাপুরুষিত আচরণ বলে অভিহিত করেছে বিএনপি। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কের ম্যানহাটনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এ মন্তব্য করেন। তিনি বলেন, এনসিপি নেতা আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপ কাপুরুষসুলভ ঘটনা। এক-দুজন একসঙ্গে এসে ডিম নিক্ষেপ করে ছবি তুলে পালিয়েছে। এরা হচ্ছে বিতাড়িত স্বৈরাচারের দোসর, যারা এখানে-সেখানে পালিয়ে আছে এবং বিভিন্ন অপ্রীতিকর ঘটনার চেষ্টা করছে। হুমায়ুন কবির বলেন, আওয়ামী লীগ বাংলাদেশে সন্ত্রাসী কার্যকলাপের জন্য স্থগিত দল, তাদের নেত্রী ভারতে পালিয়ে গেছেন। তাদের এখন আর কিছু নেই। তাদের দলও নেই, সব ধ্বংস হয়ে গেছে। এরা যত করবে, তাদের ব্যর্থতা এবং বাংলাদেশ থেকে তাদের বিচ্ছিন্ন অবস্থান পরিষ্কারভাবে ফুটে উঠবে। তিনি বলেন,...