বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্পদ ও পাওনা বেড়েছে। গতকাল বোর্ডের সবশেষ সভায় আর্থিক প্রতিবেদন অনুমোদন দেয়া হয়। পরবর্তীতে বিসিবি আনুষ্ঠানিকভাবে সম্পদের হিসেবও দেয়। বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদ দায়িত্ব ছাড়তে যাচ্ছে ১৩৯৮ কোটি টাকা রেখে। এছাড়াও আরও প্রায় ৪০ কোটি টাকা পাওনা আছে বিভিন্ন পক্ষের কাছে। বিসিবি পরিচালক ইফতেখার রহমান বলেছেন, “১৩৯৮ কোটি টাকা আমরা রেখে যাচ্ছি… এফডিআর, ইন হ্যানড ক্যাশ, ক্যাশ ইন ব্যাংক, সবকিছুসহ এই প্রায় ১৪০০ কোটি টাকা রেখে যাওয়া হচ্ছে। এছাড়াও আমাদের অনাদায়ী অর্থ আছে সব মিলিয়ে প্রায় ৪০ কোটি।” বিসিবির পাওনা বেশিরভাগ অর্থ বিপিএল ফ্র্যাঞ্চাইজিদের থেকে। প্রায় ১৮ দল থেকে ২৫ কোটি টাকা পাবে বিসিবি। ইফতেখার রহমান বলেছেন, 'বিপিএলের আপনারা জানেন, আমরা একটা বিপিএলের খেলাপকারীর তালিকা আমরা দিতে চেয়েছিলাম। যাদের সাথে আমাদের সালিশ শুরু হয়ে গেছে, চলছে।'’ বরিশাল...