জাতিসংঘের সাধারণ অধিবেশনে গতকাল সোমবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এমন এক ঘোষণা দিলেন, যা দীর্ঘদিন নিপীড়িত ফিলিস্তিনিদের জন্য নতুন আশার আলো হয়ে উঠেছে। তিনি বলেন, ‘শান্তি ও ন্যায়ের জন্য দুই রাষ্ট্রভিত্তিক সমাধানই একমাত্র পথ। ফিলিস্তিনিদের মর্যাদা ও আত্মনিয়ন্ত্রণ রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব।’ ম্যাক্রোঁর ঘোষণার পরপরই ফ্রান্সের বিভিন্ন শহরে আনন্দ ও উচ্ছ্বাসের ঢেউ বয়ে যায়। অন্তত ৫১টিরও বেশি টাউনে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় ফিলিস্তিনের পতাকা উত্তোলন করা হয়। প্যারিস, মার্সেই, লিওঁ ও তুলুজের রাস্তায় হাজার হাজার মানুষ হাত ধরে হাত মিলিয়ে, চোখে অশ্রু, কণ্ঠে একসাথে স্লোগান দেয়—‘Stop the killing, Free Palestine!’ ফরাসী জনগণের উচ্ছ্বাস এতটাই প্রাণবন্ত ছিল যে আন্তর্জাতিক সাংবাদিকরা বলছেন, এটি চোখে পড়ার মতো এবং হৃদয়স্পর্শী। কেউ কেউ কেঁদে ফেলেছেন কারণ তারা বুঝতে পারছেন, এই দীর্ঘ যন্ত্রণার দিনে ফিলিস্তিনিদের পাশে...