রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য শিক্ষকদের সক্রিয়ভাবে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক পরিষদ বিশ্ববিদ্যালয় শাখা।সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের ডিন'স কমপ্লেক্স সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায়। এ সময় বিশ্ববিদ্যালয় সংঘটিত অনাকাঙ্খিত ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান তারা।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক পরিষদের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন।তিনি বলেন, এ সিদ্ধান্তে বিশ্ববিদ্যালয়ের বৃহৎ একটি অংশ সম্পৃক্ত। কিছুক্ষণ আগে সিনেটে রাকসু কেন্দ্রিক এক বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে প্রাধ্যক্ষ ও পোলিং অফিসাররা উপস্থিত ছিলেন। সেখানে সিদ্ধান্ত নেয়া হয়েছে যে নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হবে। অল্প কয়েকজন শিক্ষক ছাড়া প্রায় সবাই উপস্থিত ছিলেন এবং তারা জানিয়েছেন, নির্ধারিত সময় অর্থাৎ ২৫...