আজ বিশ্ব আয়ুর্বেদ দিবস। প্রতিবছরের ন্যায় এ বছরও বিশ্বব্যাপী পালিত হচ্ছে দিবসটি। এ বছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে ‘আয়ুর্বেদ ফর পিপল অ্যান্ড প্ল্যানেট’, অর্থাৎ ‘মানুষ ও পৃথিবীর জন্য আয়ুর্বেদ’। আয়ুর্বেদ শুধু ব্যক্তির শারীরিক ও মানসিক সুস্থতার মধ্যেই সীমাবদ্ধ নয় বরং এটি সমাজ, প্রকৃতি ও পরিবেশের সুরক্ষার সঙ্গে সুনিবিড়ভাবে সম্পৃক্ত। আয়ুর্বেদের মৌলিক সিদ্ধান্ত অনুযায়ী মানবদেহের গঠনই হচ্ছে পঞ্চমহাভূত (আকাশ, মাটি, পানি, বায়ু ও অগ্নি) এর সমন্বয়ে, যা প্রকৃতিরই অংশ। সুতরাং এটা সুস্পষ্ট যে, মানবদেহ এবং প্রাকৃতিক পরিবেশ একে অপরের পরিপূরক। তাই প্রতিটি মানুষের শারীরিক, মানসিক ও আত্মিক সুস্থতার জন্য প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষা করা অত্যাবশ্যকীয়। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্যি যে, অতি-আধুনিকতা এবং অপরিকল্পিত নগরায়ন ও উন্নত জীবনযাপনের যাঁতাকলে পিষ্ট হয়ে জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণতা আমাদের পরিবেশকে করছে দূষিত ও অস্বাস্থ্যকর।...