ঢাকা: ফ্রান্সের বিভিন্ন শহরের মেয়ররা সরকারের নিষেধাজ্ঞা উপেক্ষা করে টাউন হল ভবনে ফিলিস্তিনের পতাকা উত্তোলন করেছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সোমবার সকাল পর্যন্ত অন্তত ২১টি টাউন হলে এই পতাকা উত্তোলন করা হয়েছে। যদিও স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রেতাইয়ো পৌর কর্তৃপক্ষকে ‘নিরপেক্ষতা’ বজায় রাখার নির্দেশ দিয়েছিলেন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। খবর আলজাজিরা।প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ফরাসি সোশ্যালিস্ট পার্টির নেতা অলিভিয়ের ফোর মেয়রদের এই পদক্ষেপকে সমর্থন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করেন। তিনি বলেন, ‘মন্ত্রীর উচিত গাজায় যা ঘটছে, তার নিন্দা করা—মেয়রদের নয়।’প্যারিসের উপশহর মালাকফের কমিউনিস্ট মেয়র জ্যাকলিন বেলহোম পুলিশি নির্দেশ উপেক্ষা করে ফিলিস্তিনের পতাকা উত্তোলন করেন। তিনি বলেন, ‘এটি প্রতীকীভাবে গুরুত্বপূর্ণ—যেমন আগে আমরা রাশিয়ার হামলার সময় ইউক্রেনীয় জনগণের প্রতি সংহতি জানিয়ে ইউক্রেনের পতাকা উত্তোলন করেছিলাম।’ফিলিস্তিন রাষ্ট্রকে ফ্রান্স স্বীকৃতি দেয়ায়...