অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ৪০ হাজার বডি ক্যামেরা কেনার অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এই ক্যামেরাগুলো জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) মাধ্যমে কেনা হবে। এতে মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ৪০০ কোটি টাকা। মঙ্গলবার ২৩ সেপ্টেম্বর তিনি বলেন, নির্বাচন চলাকালে পুলিশের দায়িত্ব পালনের সময় শরীরে বডি ক্যামেরা সংযুক্ত থাকবে। যা মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষায় সহায়ক হবে। তিনি আরও বলেন, বৈদেশিক মুদ্রার যে রিজার্ভ আছে তা যথেষ্ট নয়। প্রাকৃতিক দুর্যোগ, বন্যা ফসলহানী হলে সামাল দিতে ডলার দরকার। এজন্য ডলার...