২৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:২২ পিএম | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:২২ পিএম রাজবাড়ীর পাংশায় যৌথবাহিনীর অভিযানে দেশীয় তৈরি অস্ত্র, গুলি ও ককটেল উদ্ধার করা হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে কশবামাজাইল ইউনিয়নের সূবর্ণখোলা গ্রামে মিরাজ খাঁর বাড়ির পাশে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি পাকিস্তানি রিভলবার, একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান, দুটি রাউন্ড গুলি এবং একটি হ্যান্ড ককটেল উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত অস্ত্র ও বিস্ফোরক পাংশা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালাউদ্দিন জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। রাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদ ছাত্রশিবিরের রাজশাহী-ঢাকা রুটে দ্বিতীয় দিনের মত বাস বন্ধ, বিপাকে যাত্রীরা ভুয়া দলিল রেজিস্ট্রি চেষ্টার অভিযোগে কুমিল্লায় দলিল লেখককে শোকজ...