ওসামান দেম্বেলেকে নিয়ে বার্সেলোনার সাবেক কোচ জাভি হার্নান্দেজ ২০২১ সালে বলেছিলেন, 'সঠিকভাবে ব্যবহার করলে ও বিশ্বের সেরা খেলোয়াড় হতে পারে।' এই ভবিষ্যদ্বাণী হয়তো তখন অনেকের কাছেই অতিরঞ্জন মনে হয়েছিল। কারণ দেম্বেলের ক্যারিয়ারজুড়ে চোট, শৃঙ্খলার অভাব, পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তাকে বারবার পিছিয়ে দিয়েছে। কিন্তু ২০২৫ সালে এসে দেখা গেল, জাভির সেই কথাই যেন বাস্তব হয়ে উঠেছে—দেম্বেলে ব্যালন ডি’অর জিতে নিয়েছেন। ১৯৯৭ সালের ১৫ মে, ফ্রান্সের নরম্যান্ডির ছোট্ট শহর ভারনঁতে জন্ম দেম্বেলের। তার বাবা-মা ছিলেন পশ্চিম আফ্রিকার অভিবাসী। বাবা উসমান সিনিয়র মালি থেকে আর মা ফাতিমাতা মৌরিতানিয়া-সেনেগাল বংশোদ্ভূত। আর্থিক কষ্ট আর সামাজিক চ্যালেঞ্জ সত্ত্বেও তারা পরিবারকে গড়ে তুলেছিলেন ধৈর্য, সম্প্রীতি আর ঐতিহ্যের ভিত্তিতে। দেম্বেলের ফুটবল জীবনের স্থপতি ছিলেন মা ফাতিমাতা। মাত্র ছয় বছর বয়সে উসমানকে নিয়ে যান রেন শহরে ফুটবলার মামা বাদু...