ফিলিপাইনে আঘাত হানার পর চীন, তাইওয়ান ও হংকংয়ের দিকে ধেয়ে আসছে সুপার টাইফুন ‘রাগাসা’। ফিলিপাইনে প্রবল ঝড়ো বৃষ্টিতে তিন জনের মৃত্যু হয়েছে। হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। চীনের জাতীয় আবহাওয়া কেন্দ্রের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টার মধ্যে গুয়াংডং প্রদেশের শেনজেন শহর ও জুয়েন কাউন্টির মধ্যবর্তী উপকূলীয় এলাকায় টাইফুনটি আঘাত হানতে পারে। ইতিমধ্যে চীনের ১০টি শহরে স্কুল ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। চীনের প্রযুক্তি কেন্দ্র শেনজেন থেকে চার লাখ মানুষকে সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ঝড়ো বৃষ্টি, তীব্র বাতাস, ঢেউ ও বন্যার সতর্কতা জারি করেছে। হংকং রিাগাসার প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতির ঝুঁকি সম্পর্কে জনসাধারণকে সতর্ক করেছে। হংকংয়ের আবহাওয়া দপ্তর জানিয়েছে,...