প্রতিটি বছর ৩৬৫ দিনে রাত ও দিনের দৈর্ঘ্য কি সমান হয়? ৩৬৫ দিনের মধ্যে এমন দুটি দিন আসে যখন পৃথিবীতে দিন ও রাতের দৈর্ঘ্য সমান হয়। এর মধ্যে একটি হলো ২১ মার্চ এবং অন্যটি ২৩ সেপ্টেম্বর। আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) পৃথিবীর সব জায়গায় দিন ও রাত সমান হবে। অর্থাৎ ২৪ ঘণ্টার ১২ ঘণ্টা রাত, ১২ ঘণ্টা দিন।ভাবছেন এ আর নতুন কী? প্রতিদিন তো রাত আর দিন মিলিয়ে ২৪ ঘণ্টা হয়—ঠিকই, একদিনের দৈর্ঘ্য ২৪ ঘণ্টা। কিন্তু সেই ২৪ ঘণ্টার মধ্যে দিন ও রাত সবসময় সমান নয়; কখনো রাত দীর্ঘ হয়, কখনো দিন দীর্ঘ। বছরের মাত্র এ দুটি দিন—২১ মার্চ এবং ২৩ সেপ্টেম্বর, অর্থাৎ রাত ও দিনের দৈর্ঘ্য প্রায় সমান হয়। এটি সত্যিই অবাক করা বিষয়। এমনকি পৃথিবীর সব স্থানে এদিন দিন-রাত...