প্যারিসে গ্যালারিভর্তি দর্শকের সামনে ওসমান দেম্বেলে তুললেন তার প্রথম ব্যালন ডি’অর। ২৮ বছর বয়সে এসে তিনি স্পর্শ করলেন ক্যারিয়ারের শীর্ষে। লুইস এনরিকের অধীনে পিএসজি’র হয়ে এক মৌসুমে জিতেছেন পাঁচটি শিরোপা (চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপিয়ান সুপার কাপসহ)। পরিসংখ্যানও চমকপ্রদ: ৫৩ ম্যাচ, ৩৫ গোল, ১৬ অ্যাসিস্ট। এই স্বীকৃতি বিশেষভাবে অনুরণিত হলো আর্জেন্টাইন ফুটবলে। মায়ামি থেকে লিওনেল মেসি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখলেন, ‘দারুণ ওসমান!!! অভিনন্দন, আমি তোমার জন্য ভীষণ খুশি। তুমি এর যোগ্য। ’ আটবারের ব্যালন ডি’অর জয়ী মেসির এই প্রশংসা আলাদা তাৎপর্য বহন করে। বার্সেলোনায় খেলার সময় তিনি দেম্বেলের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০১৭ সালে ডর্টমুন্ড থেকে উঠে আসা তরুণ দেম্বেলেকে বার্সেলোনা কিনে নেয় ১৫০ মিলিয়ন ইউরোতে। সেখানে চার বছর ছয় মাস একসঙ্গে খেলেছেন মেসি-দেম্বেলে। ইনজুরির সঙ্গে লড়াই করা দেম্বেলের পাশে ছিলেন মেসি—পরামর্শ...