সংবাদ সম্মেলনের ততক্ষণে ৩৬ মিনিট পেরিয়ে গেছে। প্রশ্নোত্তর পর্বের নানা পথ পেরিয়ে এক পর্যায়ে একজন সংবাদকর্মী বললেন, “আন্দোলনে এত লোক প্রাণ দিয়েছে কোনো স্বৈরাচার তৈরি করার জন্য নয়। এই যে একক ক্ষমতা বা ঈশ্বরতুল্য ক্ষমতা তৈরি করেছেন, এই ক্ষমতার অপব্যবহার তো হচ্ছে। আমরা আশা করব, ভবিষ্যতে এটা খর্ব করে আপনারা গনতান্ত্রিক সভাপতি করবেন। এরকম একনায়ক প্রেসিডেন্ট না বানানো উত্তম। কারণ এত লোক প্রাণ দিয়েছে স্বৈরাচার হটানোর জন্য…।” কথাগুলো বলা হয় ইফতেখার রহমানকে উদ্দেশ্য। বিসিবি নির্বাচনের আগে তুমুল আলোচিত সঙ্কট প্রসঙ্গে এই বিসিবি পরিচালকই বলেছেন, ‘সর্বময় ক্ষমতার অধিকারী হিসেবে’ বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এককভাবেই সিদ্ধান্তটি নিয়েছেন। যে সিদ্ধান্ত ঘিরে সঙ্কট, সেটি হলো বিসিবি নির্বাচনের কাউন্সিলর বা ভোটারদের নাম জমা দেওয়ার সময় দ্বিতীয় দফায় বাড়ানো। অভিযোগ উঠেছে, পছন্দের কাউন্সিলরদের নাম না...