যুক্তরাজ্যের সরকারি প্রতিষ্ঠান কোম্পানি হাউস থেকে পাওয়া তথ্য অনুযায়ী দেখা যায়, হোমওয়ার্ড প্রোপার্টি লিমিটেডের একক পরিচালক এস এম আসিফ শামস। তবে কোম্পানিটির সেক্রেটারি পদ থেকে তাঁরই স্ত্রী, যুক্তরাজ্য মহিলা আওয়ামী লীগের নেত্রী মুসলিমা খাতুন চলতি বছরের ৬ সেপ্টেম্বর পদত্যাগ করেন। কোম্পানিটি ২০১৬ সালের ৯ সেপ্টেম্বর কোম্পানি হাউসে রিয়েল এস্টেট ব্যবসা হিসেবে নিবন্ধিত হয়। কোম্পানি হাউসে আসিফ শামসের নামে আসনা এন্টারপ্রাইজ ইউকে লিমিটেড নামে আরেকটি কোম্পানি নিবন্ধিত আছে। এই কোম্পানিটি ২০১০ সালের ২ নভেম্বর নিবন্ধিত হয়। এ ছাড়া ইতিপূর্বে আসিফ শামস হলিডে অ্যাপার্টমেন্ট লন্ডন লিমিটেড, মেমেন্টস ইভেন্টস লিমিটেড, মাসালা ডেক লিমিটেড, ইম্পিরিয়াল ইভেন্টস (ইউকে) লিমিটেড নামের আরও চারটি কোম্পানির পরিচালক পদে ছিলেন। তবে এসব কোম্পানি এখন বিলুপ্ত। এস এম আসিফ শামস ২০২১ সালের ২৮ নভেম্বর পাবনা জেলার বেড়া পৌরসভায় আওয়ামী লীগের...