ফিলিপাইনের পর এবার চীনের দিকে ধেয়ে যাচ্ছে সুপার টাইফুন ‘রাগাসা’। আগামীকাল বুধবার দেশটির দক্ষিণাঞ্চলের গুয়াংডং প্রদেশে আঘাত হানতে পারে টাইফুনটি। সংবাদমাধ্যম বিবিসি ও বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, সতর্কতার অংশ হিসেবে গুয়াংডং প্রদেশে ৩ লাখ ৭০ হাজার বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। বিশেষ করে প্রযুক্তি কেন্দ্র শেনজেন ও জুহাই শহরের বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে। চীনের অন্তত ১০টি শহরের স্কুল ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। হংকংয়েও স্কুল ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বাতিল করা হয়েছে শত শত ফ্লাইট। বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে। এর আগে ফিলিপাইনের উত্তরাঞ্চলে আঘাত হানে সুপার টাইফুন রাগাসা। একে চলতি বছরের সবচেয়ে শক্তিশালী টাইফুন বলা হচ্ছে। ওই অঞ্চল থেকে হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।...