আসন্ন সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের সুবিধার্থে ইউএনডিপির (জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি) মাধ্যমে কয়েক শ কোটি টাকায় পুলিশের জন্য ৪০ হাজার বডিওয়্যার ক্যামেরা (বডি ক্যামেরা) আনা হচ্ছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। অর্থ উপদেষ্টা বলেন, ইউএনডিপির মাধ্যমে নির্বাচনের সময় পুলিশকে ৪০ হাজার বডি ক্যামেরা দেওয়া হবে। এ প্রস্তাব অনুমোদন করা হয়েছে। দ্রুত এটা আনতে হবে। এর জন্য চার শ কোটি টাকা খরচ হবে। তিনি বলেন, ইউএনডিপি হলে, টেন্ডার করে আনতে গেলে মানের বিষয় থাকে, দামের বিষয় থাকে। এজন্য ইউএনডিপি মান ও দামের নিশ্চিয়তা দেবে। এতে আমরা কারো সাথে নেগোসিয়েশন করব না। অল্প সময় ও স্বচ্ছতা নিশ্চিত করতেই টেন্ডার না করে ইউএনডিপির মাধ্যমে কেনা...