ব্যালন ডি’অরের ৬৯ তম আসরের সেরা পুরুষ খেলোয়ারের পুরস্কারটা উঠেছে উসমান দেম্বেলের হাতে। গতকাল সোমবার (২২ সেপ্টেম্বর) দিনগত রাতে প্যারিসের থিয়েটার দ্যু শাতলেতে তার হাতে পুরস্কার তুলে দিয়েছেন ব্রাজিলিয়ান তারকা রোনালদিনহো। ব্যালন ডি’অর জয়ের পর তাকে শুভেচ্ছা জানিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। রিয়াল মাদ্রিদের এই মিডফিল্ডার দেম্বেলের সাবেক পিএসজি সতীর্থ ও বর্তমান জাতীয় দলের সতীর্থ। দেম্বেলেকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ইন্সটাগ্রামে স্টোরি দিয়েছেন এমবাপ্পে। সেখানে তিনি লিখেছেন, ‘উসমান ডেম্বেলে। এ যেন আবেগের এক মুহূর্ত, ভাই আমার! তুমি এটার হাজার গুণ বেশি প্রাপ্য।’ ষষ্ঠ ফরাসি খেলোয়াড় হিসেবে দেম্বেলের হাতে উঠেছে ব্যালন ডি’অর। এমবাপ্পের হাতে এখনো পুরস্কারটি ওঠেনি। দুজন একসঙ্গে ফ্রান্স জাতীয় দলের হয়ে বিশ্বকাপ জিতেছেন, এখনো তারা দেশকে প্রতিনিধিত্ব করেন বিশ্ব ফুটবলের মঞ্চে। ২০২৩-২৪ মৌসুমে তারা পিএসজির জার্সিতে খেলেছেন। তবে সেই সময়টায় সবার নজরে...