এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচ অপেক্ষা করছে বাংলাদেশের সামনে। বুধবার ভারতকে হারাতে পারলেই ফাইনালের পথে অনেকটাই এগিয়ে যাবে দল। তবে ঠিক এই সময় বাংলাদেশ পেল এক দুঃসংবাদ। অধিনায়ক লিটন দাস পেয়েছেন চোট। তাতে এখন প্রশ্ন উঠছে, ভারত ম্যাচে খেলতে পারবেন তো তিনি? সুপার ফোরে দুই দিনে দুই ম্যাচ খেলবে বাংলাদেশ। বুধবার ভারতের বিপক্ষে খেলে বিশ্রামের সুযোগ পাবে না দলটা। পরদিনই নেমে পড়তে হবে পাকিস্তানের বিপক্ষে। এই দুই দিনে দুই ম্যাচকে সামনে রেখে বিশেষ পরিকল্পনা করেছে বাংলাদেশ। ধকল এড়াতে সোমবারই সেরে ফেলেছে শেষ অনুশীলন সেশন। দলটা শুরুতে ফিল্ডিং অনুশীলন করেছে। সেখানে সরব উপস্থিতি ছিল লিটন দাসের। তবে তার চোটের ঘটনাটা ঘটেছে সোমবারের ব্যাটিং অনুশীলন সেশনে। সেখানে ব্যাট হাতে নিজেকে ঝালিয়ে নিচ্ছিলেন তিনি। ঠিক তখনই চোট পান। সেই চোটের পর লিটন আর অনুশীলন...