ঢাকা: দক্ষ জনশক্তির এইচ-১বি ভিসা আবেদনের ফি ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী এক লাখ ডলার নির্ধারণ করা হয়েছে। তবে চিকিৎসকদের ক্ষেত্রে কি এই উচ্চ ফি প্রযোজ্য হবে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। এই বিষয়ে জানতে চাইলে হোয়াইট হাউস জানিয়েছে, চিকিৎসকদের জন্য এইচ-১বি ভিসার ফি থেকে ছাড় দেয়া হতে পারে।ব্লুমবার্গ নিউজকে দেয়া এক বিবৃতিতে হোয়াইট হাউসের মুখপাত্র টেইলর রজার্স জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরিত ঘোষণায় এমন সম্ভাব্য ছাড়ের সুযোগ রাখা হয়েছে, যার আওতায় চিকিৎসক ও মেডিকেল রেসিডেন্টরাও অন্তর্ভুক্ত থাকতে পারেন।গত সপ্তাহে প্রকাশিত নির্বাহী আদেশে বলা হয়েছিল, যদি মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি নির্দিষ্ট কর্মীদের ব্যক্তিগতভাবে বা কোনো নির্দিষ্ট কোম্পানি বা শিল্পের জন্য নিয়োগকে ‘জাতীয় স্বার্থে’ বিবেচনা করেন, তাহলে ওই উচ্চ আবেদন ফি মওকুফ করা যেতে পারে।এ বিষয়ে রজার্স জানিয়েছেন, ‘শেষ পর্যন্ত ট্রাম্প প্রশাসন ঘোষণাপত্রের...