ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ১৩:৩৩:১৫ NewsG24 এর নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি। ময়মনসিংহ: ফুলবাড়ীয়া উপজেলা থেকে প্রকাশিত সাপ্তাহিক ফুলখড়ি পত্রিকার ২১তম বর্ষে পদার্পণ উপলক্ষে প্রাকৃতিক দুর্যোগ ও বজ্রপাত মোকাবিলায় এক হাজার ৫২৬টি তালগাছ রোপণ করা হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ১০নং কালাদহ ইউনিয়নের কালাদহ চৌরাস্তা থেকে কেশেরগঞ্জ বাজার রাস্তার দুপাশে এ তাল গাছের বীজ রোপণ করা হয়।এ উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনায় অনুষ্ঠিত হয়। প্রধান সমন্বয়ককারী ফুলখড়ি উপদেষ্টা পরিষদ সদস্য মোহাম্মদ সিরাজুল ইসলামের সভাপতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও ফুলবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আরিফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অফিসার্স ইনচার্জ ফুলবাড়িয়া থানা মো. রোকনুজ্জামান, ১০নং কালাদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মাস্টার, প্রেসক্লাবের সহসভাপতি মো. আবুল কালাম,...