ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের কয়েকটি প্যানেলের ভিপি-জিএস প্রার্থীরা মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎ শেষে বাগছাস সমর্থিত ভিপি প্রার্থী আবদুল কাদের বলেন, আমাদের উদ্বেগ নির্বাচন কমিশন ও তাদের কার্যক্রম নিয়ে। এখন শিক্ষার্থীদের মধ্যে নির্বাচন নিয়ে সংশয় তৈরি হয়েছে। তা স্পষ্ট করা এখন জরুরি হয়ে দাঁড়িয়েছে। এ নিয়ে আমরা ভিসির সঙ্গে দেখা করে কথা বলেছি। নির্বাচন কমিশন হোক বা বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা একে অপরের ঘাড়ে দায় চাপানোর চেষ্টা করছেন। ডাকসু নির্বাচনে এক নারী প্রার্থী উপমা বলেন, ব্যালট পেপারের বিষয়ে উত্তর এখনও প্রশাসন আমাদের দিতে পারেনি। জহুরুল হক ও এসএম হলের ভোটার উপস্থিতি নিয়ে প্রশ্ন রয়েছে, সেই তালিকাও এখনও দিতে পারেনি। আরেক প্রার্থী আবিদ বলেন, নির্বাচন কমিশনের কাছে লিখিত...