প্রাতিষ্ঠানিক সুবিধা (পোষ্যকোটা) বহাল ও শিক্ষক লাঞ্চনার বিচারের দাবিতে দ্বিতীয় দিনের মতো ‘কমপ্লিট শাটডাউন’ পালন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তারা৷ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরের সামনে সকাল ১০টা থেকে সকল কার্যক্রম স্থগিত রেখে তারা অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা। জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম বলেন, “আমাদের পূর্বঘোষিত অনুযায়ী আজকের এই কর্মসূচি। আমাদের দাবি আদায়ের আগ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস-পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।” তবে শাটডাউনের বিষয়ে দুপুর সাড়ে ১২টায় তারা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের সঙ্গে বৈঠকে বসেছেন বলে জানিয়েছেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মাঈন উদ্দিন। বেলা দেড়টা পর্যন্ত বৈঠকটি চলছিল। বৈঠকে অফিসার সমিতি নেতাদের কর্মবিরতি প্রত্যাহারের আহ্বান জানানো হবে বলে জানিয়েছেন অধ্যাপক মাঈন। বৈঠকের আগে অফিসার্স সমিতির সভাপতি মোক্তার হোসেন বলেন, “উপ-উপাচার্য মাঈন উদ্দিন স্যার আমাদের সঙ্গে আলোচনার জন্য ডেকেছেন।...