বাংলাদেশি এক কিশোরীকে পাচারে জড়িত থাকার অভিযোগে দুই ভারতীয় নাগরিককে গ্ৰেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)। অভিযুক্তরা পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বাসিন্দা। গ্ৰেফতার হওয়া ব্যক্তিরা হলেন অমল কৃষ্ণ মন্ডল এবং আমির আলী শেখ। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) জানিয়েছে, বাংলাদেশি কিশোরীকে কাজের লোভ দেখিয়ে অবৈধভাবে ভারতে আনা হয়। এরপর তাকে জোর করে পতিতালয়ে বিক্রি করে দিয়ে খারাপ পথে নামতে বাধ্য করা হয়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা লিখিতভাবে অভিযোগ জানানোর পর গত শনিবার (২০ সেপ্টেম্বর) পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁর গাইঘাটা ও পেট্রাপোলে একসঙ্গে অভিযান চালায় এনআইএ। পেট্রাপোল থানার অন্তর্গত জয়ন্তীপুরের বাসিন্দা বৈদেশিক মুদ্রার বিনিময়ে ব্যবসায়ী আমির আলী শেখের বাড়িতে আসে তদন্তকারী সংস্থা কর্মকর্তারা। অন্যদিকে গাইঘাটার সিকাতির বাসিন্দা অমলকৃষ্ণ মন্ডলের বাড়িতে অভিযান চালায় এনআইএ। তাদের...