২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:২১ পিএম | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৪ পিএম সিরিয়ার পশ্চিমাঞ্চলে হঠাৎ দেখা দেয়া দাবানল পরিস্থিতি সৃষ্টি করেছে। দেশটির হোমস প্রদেশের হাবনিমরা গ্রামে সোমবার (২২ সেপ্টেম্বর) থেকে আগুন ছড়িয়ে পড়তে শুরু করে। স্থানীয় বাসিন্দা ও কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে এবং ধোঁয়া থেকে সৃষ্ট পরিবেশজনিত ঝুঁকির কারণে সবাই সতর্ক অবস্থায় রয়েছে। এই দাবানল নিয়ন্ত্রণের চেষ্টা চলছে দমকল বাহিনী, বন বিভাগের কর্মী এবং সাধারণ মানুষের মাধ্যমে। শুষ্ক ঝোপঝাড়, খাড়া পাহাড়ি এলাকা এবং প্রবল বাতাসের কারণে আগুন নিয়ন্ত্রণে রাখা কঠিন হচ্ছে। স্থানীয় সূত্র জানাচ্ছে, ধোঁয়া শ্বাস নেওয়ায় একজন দমকলকর্মীকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। এছাড়া লাতাকিয়ার জাবাল আল-তুর্কমান এলাকায় আগুন নেভানোর সময় একটি দমকল গাড়ি আগুনে পুড়ে যায়, যার ফলে তিনজন কর্মী আহত হন। কর্তৃপক্ষ সতর্ক করেছেন যে আগুনে...