নিজস্ব প্রতিবেদক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিসহ সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করুক। তিনি চান সুষ্ঠু ও অবাধ নির্বাচন হোক। এই অবস্থানের জন্য তাকে নানা পক্ষ ‘ভারতের এজেন্ট’ বা ‘আওয়ামীর দালাল’ বলেও গালাগাল করছে, তবে তিনি বলেছেন, শেখ হাসিনার মতো অপকর্ম বিএনপিও করবে না। তিনি বলেন, “হাসিনা ১৫ বছর প্রতিপক্ষকে ভোটে দাঁড়াতে দেননি, তার শাস্তি পেয়েছেন। একই কাজ করলে আমরাও প্রতিফল পাব।” ঢাকার গুলশানে ভারতের কলকাতার বাংলা দৈনিক ‘এই সময়’ পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। আগামী ফেব্রুয়ারিতে দেশের জাতীয় সংসদ নির্বাচন হবে এবং এতে কোনো সংশয় নেই। তিনি বলেন, “মানুষ ভোটাধিকার ফেরত চাইছে, নির্বাচন চাইছে এবং ভোট উৎসবের মতো হবে।”তিনি আশা প্রকাশ করেন কোনো অশান্তি হবে না।...