ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৪৭:২২ NewsG24 এর নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি। কক্সবাজার: ঈদগাঁও-ঈদগড় সড়ক থেকে ২ মোটরসাইকেল আরোহীকে অপহরণ করা হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে সড়কের হিমছড়ি ঢালায় এ ঘটনা ঘটেছে। তাদের কাছ থেকে বিপুল মুক্তিপণ দাবি করা হয়েছে বলে জানা গেছে।অপহৃতরা হলেন- ঈদগড় ইউনিয়নের পূর্ব রাজঘাটের আব্দুশ শুক্কুরের ছেলে মোক্তার আহমদ ও ফাতেমার ঘোনা চর পাড়ার মৃত হোসেন আহমদের ছেলে হেলাল।প্রত্যক্ষদর্শীরা জানায়, মোটরসাইকেলযোগে ২ আরোহী ঈদগড় থেকে ঈদগাঁও যাচ্ছিলেন। তারা সড়কের হিমছড়ি ঢালায় পৌঁছুলে ওঁৎপেতে থাকা সশস্ত্র ডাকাত দলের কবলে পড়ে। ডাকাতরা তাদেরকে বনের ভেতর নিয়ে যায়।ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ ফরিদা ইয়াসমিন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।এলাকাবাসী ডাকাত ও অপহরণ বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।নিউজজি/এসএম কক্সবাজার:...