স্পোর্টস ডেসক্ : ক্যারিয়ারে প্রথমবারের মতো বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ডি’অর জিতলেন পিএসজির ফরাসি ফরোয়ার্ড ২৮ বছর বয়সী উসমান দেম্বেলে। বার্সেলোনার লামিন ইয়ামালকে পেছনে ফেলে প্রথমবারের মতো বর্ষসেরা ফুটবলার হলেন দেম্বেলে। সোমবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাতে প্যারিসের ঐতিহাসিক থিয়াত্র দ্যু শাতলেতে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ব্যালন ডি’অরের ৬৯তম আসর। ২৮ বছর বয়সী দেম্বেলের হাতে ট্রফি তুলে দেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনিয়ো। ফ্রান্সের ষষ্ঠ ফুটবলার হিসেবে ব্যালন ডি অর জিতলেন দেম্বেলে। তবে গত ত্রিশ বছরের মধ্যে তার আগে স্বদেশি জিনেদিন জিদান ও করিম বেনজেমার হাতে উঠেছিল সম্মানজনক এই পুরস্কার। নারী ফুটবলে টানা তিনবার ব্যালন ডি অর জিতে অবিশ্বাস্য কীর্তির জন্ম দিয়েছেন বার্সেলোনা ও স্পেনের তারকা আইতানা বনমাতি। সব মিলিয়ে তিনবার ব্যালন জেতা প্রথম নারী ফুটবলারও তিনি। দুবার এই স্বীকৃতি পেয়েছেন বার্সেলোনার আরেক তারকা...