ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসছে। তবে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। নাছির উদ্দিন শোয়েব:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসছে। তবে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। এমনকি দায়িত্ব পালনে ও সক্রিয় হয়নি পুলিশ। নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা ক্রমে সক্রিয় হচ্ছে। তারা গোপনে-প্রকাশ্যে কার্যক্রম চালাচ্ছে। বিভিন্ন স্থানে নিষিদ্ধ দলের নেতা-কর্মীরা জমায়েত হয়ে গোপনে বৈঠক করছে। অনেক ক্ষেত্রেই তা নজরে আসছে না, বা নজরে রাখছে না আইনশৃঙ্খলা বাহিনী। নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের কার্যক্রম গোয়েন্দা নজরদারিতে রাখার নির্দেশনা থাকলেও সেক্ষেত্রে অনেকটাই ঢিলেঢালা পুলিশ। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করছে নিষিদ্ধ সংগঠনের নেতা-কর্মীরা। কোথাও কোথাও পুলিশের উপস্থিতিতেই মিছিল হচ্ছে। এসব মিছিল থেকে ককটেল বিস্ফোরণ ও হামলার মত ঘটনাও ঘটছে। মাঝে মাঝে ঝটিকা মিছিল থেকে গ্রেফতার...