আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি মাঠপর্যায়ের প্রস্তুতি জোরদার করেছে। সমমনা রাজনৈতিক দল ও জোটের সঙ্গে আসন সমন্বয় শেষ হওয়ার পর চূড়ান্ত তালিকা প্রকাশ করবে দলটি। সীমান্ত জেলা চুয়াডাঙ্গাও এর ব্যতিক্রম নয়। তবে দল থেকে কোনো সবুজ সংকেত না দিলেও নিজেদের প্রস্তুত করছেন জেলার একঝাঁক নেতা-নেত্রী। নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা-১ আসনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা শরীফুজ্জামান শরীফ ও চুয়াডাঙ্গা-২ আসনে জেলা বিএনপির সভাপতি ও বিজিএমইএর নবনির্বাচিত সভাপতি দেশের ব্যবসায়ী আইকন মাহমুদ হাসান খান বাবু সম্ভাব্য প্রার্থী হিসেবে দলের সুনজরে আছেন। এরইমধ্যে দলের হাইকমান্ড থেকেও দলের সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলেও সূত্রটি জানিয়েছে। যদিও চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক ছাত্রদল নেতা শামসুজ্জামান দুদু, চুয়াডাঙ্গার সাবেক প্রয়াত এমপি সহিদুল ইসলাম বিশ্বাসের কন্যা...